জোশীমঠের ভয়াবহ পরিস্থিতিকে রুখতে কিছু বাড়ি ও হোটেল ভাঙার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। সেই সূত্র ধরেই, মালিকের প্রবল প্রতিরোধ সত্ত্বেও হোটেল ‘মালারি ইন’ ভাঙার কাজ শুরু হয়েছে সরকারের তরফ থেকে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ও লোক চলাচল রুখতে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। চামোলি প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য জেলাস্তরে কমিটি গঠন করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই উত্তরাখণ্ডের আরও কিছু জায়গায় ফাটলের খবর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।