এ রাজ্যে কবে থেকে জাতীয় শিক্ষানীতির ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ চালু হবে সে বিষয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। রাজ্যের শিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি দিয়ে এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার আর্জি জানালেও শিক্ষামন্ত্রী বার বার বলছেন যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রশ্ন উঠছে, তিন বছরের পরিবর্তে চার বছরের স্নাতক পাঠক্রম এবং ‘ইন্টারডিসিপ্লিনারি’ ও ‘মাল্টিডিসিপ্লিনারি’ পাঠ্যক্রম পড়ানোর পরিকাঠামো এ রাজ্যে আছে তো? দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে এই নয়া পাঠক্রম। তাদের অভিজ্ঞতা কেমন? নতুন পাঠ্যক্রম নিয়ে কোথায় আশঙ্কা? জাতীয় শিক্ষানীতির ময়নাতদন্তে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরীমল কলেজের ইংরেজির শিক্ষক ও দিল্লি ইউনিভার্সিটি টিচারস অ্যাসোসিয়েশনের সদস্য রুদ্রাশিস চক্রবর্তী।