প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল ২০২৩ সালের মাধ্যমিকের। প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা মাঝি। দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের ছাত্রীর প্রাপ্ত নম্বর ৬৯৭। এ বারে পুরুষ পরীক্ষার্থীর তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি।
এ বারেও মেধাতালিকায় দাপট জেলার। প্রথম দশের মধ্যে জায়গা হল না কলকাতার পরীক্ষার্থীদের। ১৬ জেলা থেকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন।৬৯১ পেয়ে যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। মালদহ থেকেই থেকে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন। মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।”