প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ
প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এ বারে মাধ্যমিক দিয়েছিলেন।পাশ করেছেন ৫,৬৫,৪২৮ জন, অকৃতকার্য ১ লক্ষেরও বেশি। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। দুপুর ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে নিজেদের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এ বারের মার্কশিটে থাকছে কিউআর কোড-ও।
এ বারে পাশের হারে জেলাগুলির মধ্যে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে কালিম্পং ও কলকাতা। ৬৯৭ পেয়ে প্রথম হয়েছেন কাটোয়ার দেবদত্তা মাঝি। মালদা থেকে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন। কলকাতার থেকে কেউ জায়গা করে নিতে পারেননি প্রথম দশে।