প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: ঋতুরাজ
এক ঝাঁক তরুণ-তরুণীর হাতে শংসাপত্র তুলে দিলেন তনুশ্রী শঙ্কর। একটি অসরকারি সংস্থার উদ্যোগে ‘ডান্স মুভমেন্ট থেরাপি’ প্রশিক্ষণ শেষ করেছেন তাঁরা। শান্তিনিকেতনের আশপাশের গ্ৰাম থেকে আসতেন পড়াশোনার জন্য। কেউ খুব ভয় পান, কেউ বা অন্যদের সঙ্গে মিশতে চান না, সবার সামনে কথা বলতে গেলে গুটিয়ে যান। পড়াশোনার পাশাপাশি তাই তাঁদের জন্য বন্দোবস্ত হল প্রশিক্ষণের, যাতে তাঁরা নাচের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারেন। ৩৭০ ঘণ্টার নির্দিষ্ট গঠনমূলক এই শিক্ষণ পদ্ধতি। নারী ও শিশু কল্যাণ দফতরের সহযোগিতায় ‘ডান্স মুভমেন্ট থেরাপি’ প্রশিক্ষণ এই তরুণ-তরুণীদের ভবিষ্যতে উপার্জনের পথ প্রসারিত করবে, আশা উদ্যোক্তাদের।