প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
ঘূর্ণিঝড় মোকা নিয়ে এবার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মোকার গতিবিধি এখনও স্পষ্ট করে না জানালেও আলিপুর আবহাওয়া দফতরের দাবি, রবিবার থেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হতে পারে। সোমবার থেকে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে ৬ মে থেকে ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, সঙ্গে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ৭ মে তৈরি হতে পারে নিম্নচাপ। পরের দিন অর্থাৎ ৮ মে যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপরেই বোঝা যাবে ঘূর্ণিঝড় মোকার গতিবিধি।