Akhil Giri

লালন শেখের মৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য, আবারও বিতর্কে অখিল গিরি

বিতর্কিত মন্তব্য করে আবারও শিরোনামে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।

District
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ২১:৩৬
Share:
Advertisement

বগটুই গণহত্যার অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে অখিল গিরির বেফাঁস মন্তব্য। ব্যারাকপুরে সংশোধনাগার পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে কারামন্ত্রী বলেন, ‘‘ওঁর (লালন শেখ) মৃত্যু হয়েছে অসুখেই। অসুস্থ ছিলেন, আমরা চিকিৎসা করেছি। এখন অনেকেই অসুস্থ হয়ে সংশোধনাগারে আসেন। সরকার যথাসাধ্য চিকিৎসা করে। এখন মৃত্যু হলে আর কিছু করার নেই আমাদের।’’ এখানেই শেষ নয়, এ দিন ‘ডিসেম্বর ডেডলাইন’ নিয়েও বিরোধী দলনেতাকে বিঁধেছেন রাজ্যের মন্ত্রী। শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিক্রিয়ায় অখিল গিরি বলেন, ‘‘বিধানসভার আগেও রেজাল্ট বলে দিয়েছিলেন। পঞ্চায়েতে কোনও প্রার্থীই দিতে পারবে না। পঞ্চায়েতে বিজেপি জিতবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement