প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
বাংলাদেশের ঢঙে কলকাতায় ‘মঙ্গল শোভাযাত্রা’। ১৪৩০-কে বরণ করে নিতে রঙিন পদযাত্রায় সামিল কলকাতাবাসী। পয়লা বৈশাখের আগের রাতে চলেছে রাস্তায় আল্পনা আঁকার মহাযজ্ঞ। সকালের শোভাযাত্রা সেজেছে বাংলার নিজস্ব রংবেরঙের মুখোশ, বড় মেছো বেড়াল, হাঁসের ট্যাবলোয়। জারি গানের সঙ্গে হাততালিতে সঙ্গত করছে মিছিল। কেউ বাজাচ্ছেন ঢাক, কেউ বা বেহালা। হচ্ছে নাচও। বর্ষবরণের উচ্ছ্বাসে মিশে আছে সম্প্রীতির বার্তাও। বাংলার নিজস্ব বহুমাত্রিক সংস্কৃতির উদ্যাপনের মাধ্যমে ‘মঙ্গল শোভাযাত্রা’ স্বাগত জানাল নতুন বছরের সকালকে।