New Zealand

শপথ নিলেন ক্রিস হিপকিনস, জাসিন্ডার পর নিউ জ়িল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

নিউ জ়িল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিনস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫৭
Share:
Advertisement

নিউ জ়িল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিনস। ক্রিস নিউ জ়িল্যান্ডের পুলিশ ও শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন কোভিড মোকাবিলা মন্ত্রী। এই বছরের শুরুতেই প্রধানমন্ত্রী পদ থেকে জাসিন্ডা আর্ডেন ইস্তফা ঘোষণা করার পরে লেবার পার্টিতে ক্রিসই একা উত্তরসূরি হিসেবে নির্বাচিত হন। ফলে তিনিই যে প্রধানমন্ত্রী হবেন তা নির্ধারিত হয়ে যায়। ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন জাসিন্ডা। বছরের শুরুতে আচমকা তাঁর ইস্তফার খবর আলোড়ন সৃষ্টি হয়। ২০১৭ সালে ৩৭ বছর বয়সে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জাসিন্ডা। ২০২০ সালে লেবার পার্টি নিউ জ়িল্যান্ডে বিপুল ভোটে জয় লাভ করলে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন জাসিন্ডা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement