বছরের শুরু থেকে দিল্লিতে যে শৈত্যপ্রবাহ চলছে, তার জের এখনও অব্যাহত। ফলে, সরকারী আস্তানার আশ্রয়ে রয়েছেন এখনও বহু গৃহহীন। বিছানা, শীতবস্ত্র, খাবারের ব্যবস্থার সঙ্গে সঙ্গে আশ্রিতদের সারাদিনের সুরক্ষার জন্য নিযুক্ত করা হয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। দিল্লিতে কুয়াশার জেরে বিপর্যস্ত বিমান চলাচল ব্যবস্থাও। বেশিরভাগ বিমানই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে পৌঁছনোয় বিপাকে পড়েছেন বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের বাড়ির লোক। যদিও, মঙ্গলবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে, সর্বনিম্ম তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি থেকে ৬ ডিগ্রির মধ্যে।