Kolkata Tram

দেড়শো বছরের চলমান ইতিহাস, ঐতিহ্য বাঁচিয়ে রাখতে কলকাতায় ‘ট্রামযাত্রা’

‘ঐতিহ্য এবং পরিবেশ বান্ধব পরিবহণ’— মূলত এই থিমকে সামনে রেখেই ট্রামযাত্রায় ছিল ইতিহাস বাঁচানোর বার্তা।

প্রতিবেদন ও চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪২
Share:
Advertisement

১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু। দেড়শো বছর পেরিয়ে আজও চলমান কলকাতার ঐতিহ্য। রুট সংখ্যা কমলেও কলকাতা শহরে আজও বেঁচে আছে ‘ব্রিটিশদের ট্রাম গাড়ি’। পনেরো দশকের উদ্‌যাপন অনুষ্ঠানে কলিকাতা-মেলবোর্ন ট্রামপ্রেমীদের উদ্যোগে আয়োজিত হল বিশেষ ‘ট্রামযাত্রা’। ‘ঐতিহ্য এবং পরিবেশ বান্ধব পরিবহণ’ (হেরিটেজ, ক্লিন এয়ার অ্যান্ড গ্রিন মোবিলিটি)— মূলত এই থিমকে সামনে রেখেই ট্রামযাত্রায় ছিল ইতিহাস বাঁচানোর বার্তা। শুক্রবার ধর্মতলা থেকে শ্যামবাজার এবং শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত একটি ট্রাম চালানো হয়। এই অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেলবোর্ন থেকে আগত অবসরপ্রাপ্ত ট্রাম কনডাক্টর রোবার্তো দি’আন্দ্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement