DA

মহার্ঘ ভাতার জন্য আমরণ অনশন, পর পর তিন দিনে অসুস্থ তিন সরকারি কর্মচারী

শুক্রবার সংগ্রামী যৌথমঞ্চের অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন অর্পিতা সাহা। তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: শুভাশিস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৮
Share:
Advertisement

ভাস্কর ঘোষ, স্মৃতি আচার্যের পর অর্পিতা সাহা। বকেয়া ডিএ-র দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েন আরও এক সরকারি কর্মী। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে পর পর তিন দিন তিন জন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন সরকারি কর্মচারীদের ৪০টি সংগঠনের জোট সংগ্রামী যৌথমঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তিনি আবার অনশনে যোগ দেন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আর এক অনশনকারী স্মৃতি আচার্য। তিনি বৃহস্পতিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পনেরো দিন কেটে গেলেও এখনও অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর আন্দোলনকারীরা। যত দিন পর্যন্ত বকেয়া ডিএ না মেটানো হচ্ছে এবং স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের আশ্বাস দিচ্ছে সরকার, তত দিন তাদের আন্দোলন চলবে বলে জানাচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ। প্রসঙ্গত, আগামী ১০ মার্চ রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement