প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
মাধ্যমিক পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি, চলবে ৪ মার্চ পর্যন্ত। এবছর মোট ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। রাজ্য জুড়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৮৬৭। নজরদারির জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে পর্ষদ। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ঢোকা ও বেরোনোর সময় থাকবেন পুলিশ আধিকারিকরা। ‘এলিক্সাম’ নামে এক বিশেষ অ্যাপের মাধ্যমে নজরদারি চালাবে পর্ষদও।