ভারতের বেশ কিছু রাজ্যে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। মুম্বই-সহ মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় মৃত্যুরও খবর মিলেছে। মহারাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে এর মধ্যেই। এক বছর আগেই এই সংখ্যাটা ছিল ৯২। আশঙ্কা, গত দু’বছর, করোনা অতিমারির কারণে হাম, পোলিয়ো, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টংকার ও হুপিং কাশির মতো রোগের জীবনদায়ী টিকাদানের হার ব্যহত হয়েছে। তার ফলেই এ বছর হামের বাড়বাড়ন্ত।