NEP

উপযুক্ত পরিকাঠামো আছে? কবে থেকে চার বছরের স্নাতক? মতান্তরে অধ্যক্ষরা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৫৩টি কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক করেন উপাচার্য, যার শেষ লগ্নে উপস্থিত ছিলেন আচার্যও।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ২০:২৯
Share:
Advertisement

জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চার বছরের স্নাতক কোর্স। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এবার চার বছরের স্নাতক কোর্স চালু করার জন্য তৎপর শিক্ষা দফতর। ইতিমধ্যেই উপাচার্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৫৩ টি কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বৈঠকে উপাচার্যরা তাঁদের কলেজের পরিকাঠামো সম্পর্কে মতামত জানান। বৈঠকের শেষ লগ্নে বিশ্ববিদ্যালয়ে আসেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তিনিও সকলের সঙ্গে কথা বলেন। উপহার দেন নিজের লেখা বইও। তৎপরতা শুরু হলেও শিক্ষা দফতর সূত্রে খবর, এই শিক্ষাবর্ষ নয়, পরের শিক্ষাবর্ষ থেকে চার বছরের স্নাতক কোর্স শুরু হতে চলেছে এই রাজ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement