প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক
জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চার বছরের স্নাতক কোর্স। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এবার চার বছরের স্নাতক কোর্স চালু করার জন্য তৎপর শিক্ষা দফতর। ইতিমধ্যেই উপাচার্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৫৩ টি কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বৈঠকে উপাচার্যরা তাঁদের কলেজের পরিকাঠামো সম্পর্কে মতামত জানান। বৈঠকের শেষ লগ্নে বিশ্ববিদ্যালয়ে আসেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তিনিও সকলের সঙ্গে কথা বলেন। উপহার দেন নিজের লেখা বইও। তৎপরতা শুরু হলেও শিক্ষা দফতর সূত্রে খবর, এই শিক্ষাবর্ষ নয়, পরের শিক্ষাবর্ষ থেকে চার বছরের স্নাতক কোর্স শুরু হতে চলেছে এই রাজ্যে।