আবার চিতল হরিণ ছাড়া হল বক্সার জঙ্গলে। সোমবার শতাধিক চিতল হরিণ ছাড়া হয়েছে ওই জঙ্গলে। এমনটাই জানা গিয়েছে বন দফতর সূত্রে। এ বার কি তা হলে বাঘ ছাড়ার প্রক্রিয়া শুরু হবে বক্সায়? এই ঘটনার প্রেক্ষিতেই উঠছে প্রশ্ন।
গত ১৭ মার্চ ৮৬টি চিতল হরিণ ছাড়া হয়েছিল বক্সার জঙ্গলে। সোমবার ছাড়া হয়েছে ১০৪টি হরিণ। দুই দফায় মোট ১৯০টি হরিণ ছাড়া হয়েছে বক্সার জঙ্গলে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য থেকে দু’দফায় আনা হয়েছে ওই হরিণগুলি। তার আগেও প্রায় ৫০০টি হরিণ ছাড়া হয়েছিল ওই জঙ্গলে। বক্সা টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর পারভিন খাশওয়ান জানিয়েছেন, সোমবার ৪টি বড় গাড়িতে করে বল্লভপুর থেকে হরিণগুলি এনে ছাড়া হয়েছে জঙ্গলে।