প্রতিবেদন: স্রবন্তী, সম্পাদনা: ঋতুরাজ
‘পাঠান’ সহ বলিউডের বিভিন্ন ছবির ক্ষেত্রে ‘বয়কট বলিউড’-এর ডাক উঠেছে বেশ কিছু বছর ধরে। বলিউডের অভিনেতাদের বিভিন্ন সময় করা মন্তব্যের জেরেও তাঁদের ছবি বয়কটের ডাক উঠেছে। এর আগে রণবীর কপূর গোমাংস খাওয়ার কথা বললে তাঁর ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের জন্য চড়াও হয়েছিলেন হিন্দুত্ববাদীরা। সম্প্রতি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ নিয়ে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিটি ‘বয়কট’-এরও দাবি জানিয়েছেন দক্ষিণপন্থীরা। এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন করিনা কপূর। “ছবি না হলে বিনোদন থাকবে কী করে? মানুষের বিনোদন প্রয়োজন, তাই ছবি বানাতেই হবে”, মন্তব্য বলিউড অভিনেত্রীর।