২০০২ সালের গুজরাত দাঙ্গার সময়ে গণধর্ষিতা হন। চোখের সামনে খুন হতে দেখেন তিন বছরের কন্যা-সহ পরিবারের সাত জনকে। তার পর থেকে ন্যায়বিচারের অক্লান্ত লড়াই চলছে। গণধর্ষণ ও খুনের মামলায় ১১ জন দোষী প্রমাণিত হয়েছিলেন, যাবজ্জীবন সাজাও হয়। এ বছর, দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে, ‘ভাল আচরণে’র জন্য ধর্ষকদের মুক্তি দেয় গুজরাত সরকার। এর প্রতিবাদে উত্তাল হয় দেশ। মামলা হয় সুপ্রিম কোর্টে। এ বার ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন বিলকিস।