Suvendu Adhikari

বাংলার অবস্থা কাশ্মীরের মতোই, বেঙ্গল ফাইলস্ নিয়ে আসবেন বিবেক অগ্নিহোত্রী: শুভেন্দু

যাদবপুরের ‘টুকরে গ্যাং’ উপড়ে ফেলতে হবে: শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৭:৩০
Share:
Advertisement

কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাসকদলকে আক্রমণ। ‘দ্য কাশ্মীর ফাইলস্’ ছবির পরিচালকের সুরে সুর মিলিয়ে সোমবার রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রবিবার ভারতীয় জাদুঘরে কেন্দ্রীয় সংস্কৃতি দফতরের একটি অনুষ্ঠানে এসে বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘‘এই রাজ্যে (পশ্চিমবঙ্গ) বাক্ স্বাধীনতা নেই। বাংলা কাশ্মীর হয়ে যাওয়ার আগে বাংলা সম্পর্কে যুব সমাজকে জানাতে হবে। মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক হিংসা রুখতে ব্যর্থ।” সেই প্রসঙ্গ টেনে এ দিন বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বাংলার হাল যে কাশ্মীরের মতোই হয়ে যাচ্ছে, এটা সবাই জানে। ভোট পরবর্তী যে হিংসা বাংলায় হয়েছে তা রাজনৈতিক নয়, সাম্প্রদায়িক হিংসা। বিবেক অগ্নিহোত্রী সত্যি বলেছেন। তিনি বেঙ্গল ফাইলস্ নিয়ে আসছেন।” একই সঙ্গে সোমবার শুভেন্দুর নিশানায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। তাঁর বক্তব্য, ‘‘টুকরে গ্যাং যাদবপুরেও আছে, আমাদের উচিত ওদের উপড়ে ফেলা”।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement