প্রতিবেদন: সৌরভ
রাজ্যে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে নাকের টিকার প্রচলন করেছে স্বাস্থ্য দফতর। যাঁরা কোভিড ভ্যাকসিনের তৃতীয় টিকা বা বুস্টার নেন নি, তাঁদের জন্যই মূলত এই টিকার প্রচলন। কোভিড যেহেতু শ্বাসযন্ত্রকে আক্রমণ করে, সেহেতু নাকের মাধ্যমে নেওয়া এই টিকা শ্বাসযন্ত্রের পথে প্রতিরোধ তৈরি করতে সক্ষম হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও আর কী কী সুবিধা এই নাকের টিকার? আনন্দবাজার অনলাইন কথা বলল বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও নোডাল অফিসার কৌশিক চৌধুরীর সঙ্গে।