এই সুস্বাস্থ্য দিবসের প্রাথমিক উদ্দেশ্য হল জনসাধারণের স্বাস্থ্য সম্পর্কিত আচরণ গুলির ব্যবহারিক পরিবর্তন ঘটানো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আদেশনামা অনুযায়ী প্রত্যেক মাসের নির্দিষ্ট একটি দিনে একটি করে সুস্বাস্থ্য দিবস অনুষ্ঠিত করার কথা। সেইমত সারা রাজ্য জুড়ে সমস্ত গ্রাম পঞ্চয়েতের প্রায় সবকটি গ্রাম সংসদে এই বিশেষ কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে।
এই সুস্বাস্থ্য দিবসে বাচ্চাদের টিকাকরণ, গর্ভবতী ও প্রসূতি মায়েদের চেক আপ, বয়সন্ধির মেয়েদের আয়রন ট্যাবলেট বিতরণ, এলাকার মানুষদের মধ্যে অসংক্রমিত রোগের পরীক্ষা ইত্যাদি বিভিন্ন পরিষেবাও দেওয়া হয়।