গলায় গলায় বন্ধুত্ব অঙ্কিতা-মিঠুর, প্রথম জন প্রাথমিকের ছাত্রী, দ্বিতীয় জন শালিক

পাখির সঙ্গে এক শিশুর নজিরহীন বন্ধুত্বের সাক্ষী পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুর গ্রাম।

সম্পাদনা: শুভাশিস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৯:৫৮
Share:
Advertisement

ক্লাসে পড়াশোনায় মগ্ন প্রাথমিকের ছাত্রী। পাশে বেঞ্চে বসা শালিক। অঙ্কিতা বাগদি আর শালিক মিঠুর বন্ধুত্বের গল্পে মশগুল পশ্চিম বর্ধমানের শিবপুর গ্রাম। সদ্যই ভর্তি হয়েছে, রোজ ঠিক সময়ে স্কুলে যায় অঙ্কিতা। স্কুলে পা রাখার কিছু ক্ষণের মধ্যেই গাছ থেকে উড়ে এসে অঙ্কিতার মাথায় বসে শালিকটি। তার পর তার সঙ্গেই টিফিন পর্যন্ত। নিজেদের ভাগ থেকে মিঠুকে বিস্কুট বা মুড়ি খেতে দেন শিক্ষকেরা। টিফিনের সময় হুটোপাটিতে মাতে দুই বন্ধু। ছুটি হলে অঙ্কিতা বাড়ি ফিরে যায় আর মিঠুও উড়ান দেয় তার বাসার উদ্দেশ্যে। অঙ্কিতা স্কুলে আসতে না পারলে তার বাড়িতেও পৌঁছে যায় মিঠু। আবার মিঠুকে না পেলে অঙ্কিতারও ঠিক জমে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement