Puppet Dance

‘শোনো গো ও মাধবী, দিন কি এমন যাবে?’ হারিয়ে যেতে বসা পুতুল নাচের উৎসব বর্ধমানে

বর্ধমানের জাতীয় পুতুল নাটক উৎসবে এসেছেন রাজস্থান, দিল্লি ও ত্রিপুরার পুতুল নাচিয়েরা। সনাতনী পুতুল নাচের পাশাপাশি আছে আধুনিক আঙ্গিকের পাপেট শো-ও।

নিজস্ব সংবাদদাতা
পূর্ব বর্ধমান শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৭:০৪
Share:
Advertisement

এক সময়ে মফস্‌সলের দুপুরবেলায় কাঁধে বেণীপুতুল দুলিয়ে আসত পুতুল নাচিয়েরা। নদীয়া থেকে আসত পুতুল নাটকের পালা। রূপবান কন্যার কিংবা বেহুলার দুঃখের গল্পে আনচান করে উঠত কুয়াশায় ঢাকা শীতের রাত। সময় বদলেছে। টিভি, স্মার্টফোনের হাত ধরে এসেছে নতুন নতুন বিনোদনের রসদ। হারিয়ে যেতে বসা পুতুল নাচের ঐতিহ্যে নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করতে উদ্যোগ নিল বর্ধমান পাপেটিয়ার্স। শনিবার বিকেলে বর্ধমানের টাউন হলে শুরু হল জাতীয় পুতুল নাটক উৎসবের। উদ্বোধন করলেন নাট্য পরিচালক কল্লোল ভট্টাচার্য, আশিস দাস, প্রভৃতাংশু দাস প্রমুখ। চার দিনের এই উৎসবে নিজেদের নাটক নিয়ে হাজির রাজ্য ও দেশের নানান প্রান্তের পুতুল নাচিয়েরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement