প্রতিবেদন ও চিত্রগ্রহণ: সৌরভ ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: শুভাশিস
‘‘বাংলা ভাষার ব্যাপ্তি নিয়ে কোনও প্রশ্ন নেই। এই ভাষার মরণাপন্ন হওয়ার কোনও সম্ভাবনাও নেই। ধর্ম, জন্মস্থান, খাদ্যাভাসের মতো ভাষাও মানুষের একটি আত্মপরিচয়। ভাষার বিষয়ে মানুষ খুব আবেগপ্রবণ। আমার মনে হয়ে যে ভাষার শব্দভান্ডার যত বেশি, সেই ভাষা তত শক্তিশালী। ভাষার পরিবর্তনকে গ্রহণ করতে হবে, ছুতমার্গ থাকলে চলবে না। বাঙালি ইংরেজি শিখুক, কিন্তু ইংরেজি শিখতে গিয়ে বাংলাকে বিসর্জন দিক, এটা চাই না। ভাষাগত অস্মিতা থাক। কিন্তু দেশের শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে ভাষাগত সহিষ্ণুতাও প্রয়োজন।’’ ভাষা দিবসে বললেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।