প্রতিবেদন: প্রিয়ঙ্কর
ছাত্রছাত্রী সংসদ নির্বাচনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। অনশনের চার দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন এক অনশনকারী ছাত্র। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে কলেজে আসেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্য সচিব। কিন্তু সেই বৈঠকে কোনও সমাধানসূত্র বেরোয়নি। শুক্রবার সন্ধ্যায় অনশনে বসা আরও এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। তা সত্ত্বেও অনশনে অনড় আন্দোলনকারীরা। শনিবার ক্যাম্পাসে এক গণ নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে পড়ুয়াদের পক্ষ থেকে।