বাইশে বিশ্ব: রাজনীতি থেকে যুদ্ধ, খেলা থেকে চন্দ্র অভিযান, ফিরে দেখা
কেমন গেল ২০২২? বছর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলি ঝালিয়ে দেখল আনন্দবাজার অনলাইন।
সম্পাদনা: শুভাশিস, গ্রাফিক: বিজন
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৩:৩০
Share:
Advertisement
রাজনীতি থেকে যুদ্ধ, খেলা থেকে চন্দ্র অভিযান— ২০২২ সালে অনেক আন্তর্জাতিক ঘটনাই জীবন বদলে দিয়েছে অনেকের। ফেলে আসা বছরের অনেক ঘটনারই জের বইবে আগামী বছরেও। বাইশের শেষ দিনে দাঁড়িয়ে তারই হিসাব নিল আনন্দবাজার অনলাইন।