ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয়ে শীতল পানীয় জলের মেশিন বসল স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে। স্কুলের ৭৫ বছর উপলক্ষ্যে ১৯৮৪ সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীরা এই যন্ত্র বসানোর উদ্যোগ নেন। তাঁদের ছোটবেলায় জলের জন্য একটিমাত্র কুয়োর ওপর নির্ভর করে থাকতে হত সকলকে। সেই কথা মনে রেখেই বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে পানীয় জলের যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নেতাজির ১২৬তম জন্মদিবস উপলক্ষ্যে মেশিনের উদ্ধোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মুক্তিপদ বিশুই।