Akshay Kumar

স্কটল্যান্ডে শুটিং চলাকালীন আহত হলেন অক্ষয় কুমার

নিজের ছবির বেশিরভাগ স্টান্ট নিজেই করেন, বলিপাড়ায় এমন পরিচিতিই রয়েছে তাঁর। রোমাঞ্চ প্রিয় অক্ষয়ের এই অভ্যাসই ডেকে আনল বিপত্তি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৭:০৬
Share:
Advertisement

বলিউড ঘরানায় অ্যাকশন ছবির প্রসঙ্গ এলে যাঁদের নাম উঠে আসে তাঁদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম। অক্ষয়ের ছবিতে যে সব স্টান্ট থাকে তার সিংহভাগই অক্ষয় নিজে করেন, কোনও রকম ডামি ছাড়াই। আর সে রকমই একটি স্টান্ট করতে গিয়ে ঘটল বিপত্তি।ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে, ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’ ছবির সেটে। জানা যায়, একটি অ্যাকশন সিকোয়েন্সে স্টান্ট করতে গিয়ে হাঁটুতে চোট পান ‘বলিউডের খিলাড়ি’। প্রাথমিক চিকিৎসার পর শুটিং চালু রেখেছেন তিনি। হাঁটুতে ব্রেস পরে শুটিং করছেন। তবে অ্যাকশন সিকোয়েন্সের শুটিং আপাতত স্থগিত। এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। ছবিতে অক্ষয়ের সহ অভিনেতা টাইগার শ্রফ। অক্ষয়ের শেষ দু’টি ছবি বক্স অফিসে সাফল্য নিয়ে আসতে না পারলেও ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’ নিয়ে আশাবাদী অনুরাগীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement