সম্পাদনা: শুভাশিস
টুইটারের দেখানো পথেই এ বার হাঁটতে চলেছে মেটা। এখন থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমে ‘ভেরিফায়েড অ্যাকাউন্টে’র জন্য দিতে হবে ‘সার্ভিস চার্জ’। আপাতত মাসে ১১.৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা এক হাজার টাকার কাছাকাছি। মার্ক জ়াকারবার্গের দাবি, এই পরিষেবা নিলে গ্রাহকের অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা এবং সুরক্ষা, দুই-ই সুরক্ষিত থাকবে। ‘ভেরিফায়েড’ অ্যাকাউন্টের জন্য বাড়তি নিরাপত্তার কথাও ভাবছে মেটা। যদিও ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, নভেম্বরে সংস্থার ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পর আয়ের নতুন পথ খুঁজতেই এই পন্থা অবলম্বন করা হয়েছে। টুইটার তার ‘ব্লু চেকমার্ক হোল্ডার’দের থেকে প্রতি মাসে ৮ ডলার নেয়। মেটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের ‘ভেরিফায়েড অ্যাকাউন্টে’র জন্য ‘সার্ভিস চার্জ’ হিসাবে নেবে ১১.৯৯ ডলার। অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ডে এই পরিষেবা চালু হলেও এখনই ভারতে তা শুরু হচ্ছে না।