গৌতম আদানির সংস্থা আদানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের। সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে হিন্ডেনবার্গ রিসার্চ দাবি করে, কারচুপি করে ধনী হয়েছে আদানি গোষ্ঠী। আমেরিকার গবেষণা সংস্থার এই দাবির পরেই আদানি গোষ্ঠীর শেয়ারে ধস। ২০ শতাংশ পর্যন্ত পড়ল শেয়ার। আদানি এন্টারপ্রাইজ়ে বিপুল লগ্নি রয়েছে ভারতের সব থেকে বড় জীবনবীমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের। এই রিপোর্ট প্রকাশের পর স্বাভাবিক ভাবেই বিপাকে এলআইসি। আদানি গোষ্ঠীকে ঋণ দিয়েছে ভারতের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-ও। হিন্ডেনবার্গ রিসার্চের এই রিপোর্ট প্রকাশের পর সঞ্চিত আমানত নিয়ে চিন্তায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকেরাও। অন্যদিকে, হিন্ডেনবার্গ রিসার্চের এই দাবিকে নস্যাৎ করেছে আদানি গোষ্ঠী। ‘মিথ্যা’ এবং ‘সংস্থার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্য রয়েছে’— আমেরিকার গবেষণা সংস্থার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আদানি এন্টারপ্রাইজ়।