বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই পুনর্বহাল। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং ইডি। উল্টে, আদালতের সময় নষ্ট করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা আর্থিক জরিমানা করলেন বিচারপতি অমৃতা সিন্হা। রায়কে স্বাগত জানিয়েও চ্যালেঞ্জের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মাঝেই কলকাতা হাই কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় তিনি জানান, “একজন বিচারপতি যেকোনও রায় দিতে পারেন। ভারতের একজন নাগরিক হিসাবে আমারও অধিকার আছে ডিভিশন বেঞ্চে যাওয়ার, সুপ্রিম কোর্টে যাওয়ার।” তাঁর বক্তব্য, “তদন্তের স্বার্থে সিবিআই, ইডি ডাকলে যাব। প্রয়োজনে ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা থামিয়ে তদন্তকারীদের মুখোমুখি হব। কিন্তু যদি কেউ মনে করেন আমি ভয় পাব এবং নবজোয়ার যাত্রা থমকে যাবে, তা হবে না।”