পেঁপে চাষ করেই বছরে আড়াই লক্ষ টাকা রোজগার করছেন মালদহের রতুয়া থানার বাহিরকাপ গ্রামের বাসিন্দা শিশু ওড। এমনটাই দাবি ওই যুবকের। কয়েক বছর ধরে আগে আমবাগানে পেঁপে গাছ লাগিয়েছিলেন শিশু। তাঁর দাবি, সেই পেঁপে গাছই এখন দিচ্ছে বিপুল ‘ফল’। উচ্চ মাধ্যমিকের পর আর্থিক কারণে পড়াশোনা ছেড়েছিলেন শিশু। বাবার সঙ্গে হাত লাগান কৃষিকাজে। নিজেদের প্রায় ৩ বিঘে আমবাগান রয়েছে শিশুর। সেখাই তিনি শুরু করেছেন পেঁপে চাষ। সাধারণত, বাজারে পাকা এবং কাঁচা দুই ধরনের পেঁপেরই চাহিদা রয়েছে। তবে কাঁচা পেঁপেই বেশি বিক্রি করেন শিশু। পেঁপে বিক্রি করে মাসে ২০-২৫ হাজার টাকা রোজগার হয় বলে দাবি করেছেন তিনি।