প্রান্তিক বাচ্চাদের তৈরি ভেষজ আবির, উদ্যোগে অসরকারি সংস্থা
বাজারচলতি আবিরের দাম বেশি, তাই প্রান্তিক বাচ্চারা নিজেরাই তৈরি করছে ভেষজ আবির।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৭:৫৮
Share:
Advertisement
কলকাতার একটি অসরকারি সংস্থার উদ্যোগে প্রান্তিক বাচ্চারা শিখল ভেষজ আবির তৈরি। অ্যারারুট, গোলাপ জল ও খাবারের রং মিশিয়ে তারা বানিয়ে ফেলছে আবির। শুধু নিজেদের খেলার জন্যই নয়, বাচ্চাদের তৈরি এই আবির বিক্রি হবে বাইরেও।