আইএসএল জয়ী মোহনবাগানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উপহার’। সবুজ-মেরুন তাঁবুতে আইএসএল জয়ী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর ঘোষণা, ‘‘সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য, মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য সরকার ৫০ লক্ষ টাকা দেবে।” মমতার আরও বক্তব্য, ‘‘ফাইনালের দিন স্বপ্ন দেখেছি, মোহনবাগান জিতে গিয়েছে। ‘চিন্তা করিস না’, খেলার আগেই অরূপকে (বিশ্বাস) মেসেজ করে দিয়েছিলাম। মোহনবাগান এখন ভারতসেরা। এবার ব্রাজিল, ইটালি, পোল্যান্ডের সঙ্গে খেলবে। আমি চাই আগামীদিনে ভারতসেরা মোহনবাগান বিশ্বসেরা হবে। বাংলা বিশ্বজয় করবে।” শুধু তাই নয়, কলকাতার দুই শতাব্দী প্রাচীন ক্লাবের মধ্যে একটি যখন ফুল ফোটাচ্ছে তখন আরেকটি কেন সাফল্যের মুখ দেখতে পারছে না সেই নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আক্ষেপের সুর। লাল-হলুদ নিয়ে তাঁর বক্তব্য, ‘‘মোহনবাগান জিতছে, ইস্টবেঙ্গল বেচারা, এবার ভাল ভাবে দল তৈরি করতে পারেনি। ওরা যখন শুরু করেছে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এদিকে মোহনবাগান খেলাটা আগেই খেলে দিয়েছে।”