Theater

থিয়েটারই অন্ধের ‘আলো’, নাটকের মঞ্চ থেকে সব দেখতে পান দৃষ্টিহীন শিল্পী

অন্ধের মনের ‘আলো’, ২৫ বছর ধরে দৃষ্টিহীনদের নিয়ে থিয়েটার করছেন নির্দেশক শুভাশিস গঙ্গোপাধ্যায়।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৫:৫৪
Share:
Advertisement

চুরানব্বই সাল থেকে শুরু, ২৫ বছর ধরে দৃষ্টিহীনদের নিয়ে নাটক মঞ্চস্থ করছেন নির্দেশক শুভাশিস গঙ্গোপাধ্যায়। শনিবার তাঁরই নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘তাসের দেশ’ উপস্থাপিত করল ‘অন্য দেশ’। শ্যামবাজারের এই নাট্যদল এর আগেও কলকাতার একাধিক মঞ্চে বাংলা নাটক উপস্থাপনা করেছে। এ দিন ‘তাসের দেশ’ নাটকটি মঞ্চস্থ হল দক্ষিণ কলকাতার যোগেশ মাইম একাডেমিতে। নির্দেশক শুভাশিস গঙ্গোপাধ্যায়ের কথায়, “অন্ধকারের ভিতর এমন কী আছে? কোনও অন্ধকার যদি জানার পর ফুরিয়ে যায়, তাহলে কোনও চর্চাই থাকবে না। এঁদের সঙ্গে আমার কাজ এখন নিত্য বেঁচে থাকার মতোই। আমি নেশায় মেতে গিয়েছি।” দৃষ্টিহীন অভিনেতা সুভাষ দে তাঁর অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে বললেন, “থিয়েটার আমাদের কাছে শুধু বিনোদন নয়। বেঁচে থাকার ওষুধ। আমরা বলি ড্রামা থেরাপি। মঞ্চে যতক্ষণ থাকব আমি দেখতে পাব। নীচে নেমে গেলেই আর কিছু দেখতে পাব না, অন্ধ হয়ে যাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement