প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: বিজন
দেড়’শ বছরের ইতিহাস বাংলা ব্যঙ্গচিত্রের। নিছক হাস্যরস নয়। সাময়িক পত্র থেকে শুরু করে খবরের কাগজ— বার বার রাজনৈতিক বয়ানের হাতিয়ার হয়ে উঠেছে কার্টুন। কলকাতার শিল্পী, গবেষক ও কার্টুনপ্রেমী মানুষের সংগঠন ‘কার্টুন দলে’র আয়োজনে এই মেলা পা দিল দু’বছরে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রদর্শনী, কর্মশালা, রংবেরঙের বিপণন সামগ্রীর মিশেলে জমজমাট মেলা শেষ হয়ে গেল ১৯ ডিসেম্বর।