দক্ষিণ আফ্রিকা থেকে আকাশপথে পাড়ি দিয়ে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান। শনিবার সকালে এসে পৌঁছল ১২টি চিতা। কুনোয় সংরক্ষিত এলাকায় তাদের খাঁচামুক্ত করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। গত সেপ্টেম্বর মাসে ৮টি চিতা নামিবিয়া থেকে আসে। তারাও আছে এই কুনোর জঙ্গলেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ১০০টি চিতা আনার চুক্তি করেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। ভূপেন্দ্র জানিয়েছেন, আগামী কয়েক বছর ধরে ধাপে ধাপে বাকি চিতাগুলিকে উড়িয়ে আনা হবে।