শুধুমাত্র তারকাসন্তানদের ছবির সুযোগ দেন, বার বার এই অভিযোগ উঠেছে কর্ণ জোহরের বিরুদ্ধে। “লোকজন কিছু না জেনেই অনেক কিছু বলেছেন। আমাকে নিয়ে তাঁরা একটা ধারণা তৈরি করে নিয়েছেন যে আমি মাফিয়া। সেটা নিয়ে ক্রমাগত কথা বলতে থাকেন। তাঁদের কোনও ধারণাই নেই যে একজন প্রযোজককে কত কিছু সহ্য করতে হয়,” বললেন কর্ণ জোহর। স্বজনপোষণ নিয়ে কঙ্গনা রানাউতের নিশানায় আসেন কর্ণ জোহর। ক্রমে তা ছড়িয়ে পড়ে চারিদিকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তীব্র নিন্দার মুখে পড়েন পরিচালক। ‘মুভি মাফিয়া’-র তকমা জুড়ে যায় নামের সঙ্গে। এই সমালোচনা কতটা প্রভাব ফেলেছিল কর্ণের জীবনে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন, তিন বছরের ঘৃণা তাঁর থেকেও বেশি তাঁর মাকে প্রভাবিত করেছিল। আর কী কী বললেন পরিচালক?