Kangana Karan Controversy

‘নিজেকে নগ্ন বলে মনে হত’, স্বজনপোষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন কর্ণ জোহর!

“সকলে মিলে কাপড় খুলেই নিয়েছে। এখন আর কী লুকোব?” স্বজনপোষণের অভিযোগ নিয়ে বিষাদের সুর কর্ণ জোহরের গলায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ২১:০৪
Share:
Advertisement

শুধুমাত্র তারকাসন্তানদের ছবির সুযোগ দেন, বার বার এই অভিযোগ উঠেছে কর্ণ জোহরের বিরুদ্ধে। “লোকজন কিছু না জেনেই অনেক কিছু বলেছেন। আমাকে নিয়ে তাঁরা একটা ধারণা তৈরি করে নিয়েছেন যে আমি মাফিয়া। সেটা নিয়ে ক্রমাগত কথা বলতে থাকেন। তাঁদের কোনও ধারণাই নেই যে একজন প্রযোজককে কত কিছু সহ্য করতে হয়,” বললেন কর্ণ জোহর। স্বজনপোষণ নিয়ে কঙ্গনা রানাউতের নিশানায় আসেন কর্ণ জোহর। ক্রমে তা ছড়িয়ে পড়ে চারিদিকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তীব্র নিন্দার মুখে পড়েন পরিচালক। ‘মুভি মাফিয়া’-র তকমা জুড়ে যায় নামের সঙ্গে। এই সমালোচনা কতটা প্রভাব ফেলেছিল কর্ণের জীবনে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন, তিন বছরের ঘৃণা তাঁর থেকেও বেশি তাঁর মাকে প্রভাবিত করেছিল। আর কী কী বললেন পরিচালক?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement