প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুপর্ণা
পঞ্চায়েত ভোটের আগের দিন প্রেক্ষাগৃহে ‘মায়া’। টলিপাড়ার তারকাদের মধ্যে হঠাৎ ধরা দিলেন দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। “ছবিটা সাহসী। রাজনীতির সঙ্গে রোম্যান্সও রয়েছে ছবিতে,” বললেন মদন মিত্র। “এই ধরনের ছবি করার ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে,” ছবি দেখে বললেন দেবাশিষ কুমার।
বড় পর্দায় পা রাখলেন মিথিলা। ছবি দেখতে হাজির সৃজিত মুখোপাধ্যায়। “গৌরবকে ছবিতে আরও বেশি সময় ধরে দেখা গেলে ভাল হত,” বললেন গৌরবের স্ত্রী ঋদ্ধিমা। ম্যাকবেথের উপর ছবি করবেন, এমনটা কলেজ জীবনেই ভেবে রেখেছিলেন পরিচালক রাজর্ষি দে। তাঁর হাত ধরে পাঠ্য বই থেকে গল্প এবার উঠে এল বড় পর্দায়। “লেডি ম্যাকবেথের দৃষ্টিভঙ্গি থেকে গল্পটা দেখানোর চেষ্টা করেছি,” বললেন রাজর্ষি।