প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: ঋতুপর্ণা
এক প্রজন্মের বেড়ে ওঠার সঙ্গে জুড়ে রয়েছে তাঁর গান। ‘বারান্দায় রোদ্দুর’ আজও নস্টালজিয়ায় মোড়া। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মহানগরী থেকে দূরে’। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। অন্য দিকে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। সৌম্য দর্শন ও দক্ষ অভিনয় তাঁর পরিচয়। “অন্যায়ের বিরোধিতা আমি করব। কেন বলব না সত্যি কথা? কী হবে? লোকে কাজ দেবে না” চেনা মেজাজে ধরা দিলেন ভাস্বর!
“আমি আর আমার স্ত্রী বাড়িতে সারা ক্ষণ আলোচনা করি, ভাস্বর এত ভাল অভিনয় করে। কেন ওঁকে আমরা কোনও বড় চরিত্রে দেখি না,” ভাস্বরের অভিনয় প্রসঙ্গে বললেন সুরজিৎ। ভাস্বরের কাছে সুরজিৎ পছন্দের মানুষ, “আমি সুরজিতদার খুব বড় ফ্যান। উনি নিজেও খুব ভাল করে জানেন এটা।”