প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
পাঁচ বছর ধরে গানটির কথা আর সুর পড়ে ছিল অসম্পূর্ণ অবস্থায়। তার পর বোলপুরে এক সন্ধ্যায় প্রাণ পায় ‘পলাশ’। গীতিকার ঋতম সেন এবং সুরকার প্রসেন। ‘তোমাকে বুঝি না প্রিয়’, ‘কিচ্ছু চাইনি আমি’-র মতো গান রয়েছে ঝুলিতে। ছবির গানের ভিড়ে কি স্বতন্ত্র গান হারিয়ে যাচ্ছে ক্রমশ? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে ঋতম-প্রসেন বললেন, “স্বতন্ত্র গান হচ্ছে বলেই সাউন্ড বদলাচ্ছে ইন্ডাস্ট্রিতে।”