Raima Parambrata Interview

লন্ডনে যাওয়ার আগে যেন ঝগড়া মিটে যায়, না হলে কিন্তু আমি খুব জ্বালাতন করব পরম: রাইমা

“সামনের মানুষটার বক্তব্য গুরুত্ব পায় না। ও যেটা ভাবে সেটাই ঠিক,” রাইমাকে নিয়ে বললেন পরমব্রত।

প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: অভিষেক, সম্পাদনা: ঋতুরাজ

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ১৫:৫৩
Share:
Advertisement

রাইমা জানালেন তাঁদের কথা বন্ধ! অন্য দিকে রাইমার ভাল দিক তুলে ধরলেন পরমব্রত। বিজ্ঞাপন, মিউজ়িক ভিডিয়ো অথবা ছবি, রাইমা-পরমব্রতর জুটি মানেই আলাদা উন্মাদনা। খুনসুটি, প্রেম থেকে সাহসী দৃশ্য, সাবলীল ভাবে পর্দায় ফুটিয়ে তোলেন এই জুটি। তাঁদের প্রেমের গুঞ্জন প্রায়শই শোনা গিয়েছে টলিপাড়ায়। যদিও প্রত্যেকবারই সেই রটনা ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন রাইমা-পরমব্রত। খোদ মুনমুন সেনও এক সময় জানিয়েছিলেন, পর্দায় পরমের সঙ্গেই রাইমাকে ভাল মানায়। “কোথাও একটা যোগসূত্র থেকে গিয়েছে। যে কারণে বার বার আমরা এক সঙ্গে ফিরে আসি,” রাইমা প্রসঙ্গে বললেন পরমব্রত। দীর্ঘদিনের বন্ধুত্ব, একে অন্যের ভাল-খারাপ দিক তুলে ধরলেন। পাশাপাশি অভিনয় ও পরিচালনা সংক্রান্ত কথা বললেন। শুনল আনন্দবাজার অনলাইন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement