প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: সুমন, সম্পাদনা: ঋতুপর্ণা
নব্বই শতাংশ নম্বর পাওয়ার জন্য ছোটবেলা থেকেই ঋককে অভিনয় জগত থেকে দূরে রেখেছিলেন দেবযানী চট্টোপাধ্যায়। ঝুলিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, তবে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন ঋক চট্টোপাধ্যায়। অনুপ্রেরণা, সত্যজিত রায়। দীর্ঘ ২১ বছর পরে ধারাবাহিকের কাজে বিরতি। ওটিটি জগতে পা রাখলেন দেবযানী চট্টোপাধ্যায়। ছবির কাজও চলতে থাকবে সমান তালে, এমনটাই জানালেন অভিনেত্রী।
মদন মিত্রের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ঋক। মা-ছেলের নতুন সফর চুটিয়ে উপভোগ করছেন তাঁরা। “সমাজমাধ্যমে কিছু মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কোনও কাজ নেই। তারা স্বজনপোষণ বলতে থাকে। ভীষণ বোকা বোকা!” স্বজনপোষণকে এক হাত নিলেন অভিনেত্রী। “বয়সের তুলনায় হাবভাব বেশি। আমি তো দাদু বলি মাঝে মধ্যে,” খুনসুটি, আদর, শাসন ও বন্ধুত্বে ভরপুর মা-ছেলের সম্পর্ক। কথা বলল আনন্দবাজার অনলাইন।