unnatural death

আদালতের নির্দেশে বাবার চাকরি হারানোর তিন দিন পর মাকে হারাল কিশোর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গৌরনই গ্রামের বাসিন্দা প্রতাপ ঘোষের স্ত্রী মৌমিতা (৩২)-র ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে।

নিজস্ব সংবাদদাতা
বলাগড় শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০
Share:
Advertisement

গৌরনই গ্রামের বাসিন্দা প্রতাপ ২০১৮ সালে গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলেন নিকটবর্তী ডুমুরদহ ধ্রুবানন্দ হাই স্কুলে। সম্প্রতি হাই কোর্টের নির্দেশে যে গ্রুপ ডি কর্মচারীদের চাকরি বাতিল হয় সেই তালিকায় নাম রয়েছে প্রতাপের। মৌমিতা ভান্ডারটিকুরির একটি বেসরকারি কলেজে ডিএলএড পড়ছিলেন। রবিবার গৌরনই গ্রামের বাসিন্দা প্রতাপ ঘোষের স্ত্রী মৌমিতা (৩২)-র ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। প্রতাপ বলেন, ‘‘আমি মাঠে গিয়েছিলাম। আমার সঙ্গে স্ত্রীর কোনও অশান্তি হয়নি। সকাল ৯টা নাগাদ বাড়ি ফিরে দেখলাম এই অবস্থা।’’ সুচাঁদ ঘোষ নামে প্রতাপের এক প্রতিবেশী বলেন, ‘‘চাকরি যাওয়ার জন্য দুশ্চিন্তা ছিল পরিবারে। তাই এমন ঘটনা ঘটেছে বলে মনে হয়।’’ তবে মৌমিতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন তাঁর আত্মীয়রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement