প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক
চরিত্র বদলাচ্ছে ঋতু। আর সেকারণেই ডিসেম্বরেও কলকাতায় শীতের দেখা নেই। কেন এমন হচ্ছে? আবহাওয়া দফতরের বক্তব্য, আকাশে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণেই পারদ উর্ধ্বমুখী। পয়লা ডিসেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। শীত কবে আসবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস, মাসের মাঝামাঝি না আসা পর্যন্ত সঠিক বলা সম্ভব নয়। তবে দক্ষিণ এবং উত্তর— দুই বঙ্গেই আগামী কয়েক দিন আবহাওয়া থাকবে শুষ্ক।