দলীয় কর্মীদের রোষের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই কর্মীরা। কেন মন্ত্রীর সভায় তৃণমূলের স্থানীয় কয়েক জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি, এ নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।
স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে বাসন্তীর দিকে যাচ্ছিলেন চন্দ্রিমা। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের ডাকে সভায় যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী। সেই সময় বাসন্তীর কলতলার কাছে মন্ত্রীর গাড়ি আটকে দেন তৃণমূল কর্মীরাই।