প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: তীর্থঙ্কর
সারাক্ষণ সব্যসাচী চৌধুরীর পাশে তিনি। ঐন্দ্রিলা-সব্যসাচীর কাছের মানুষ ওমি। লড়াইয়ের প্রথম দিন থেকে ঐন্দ্রিলাকে দেখে চলেছেন তিনি। আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘ঐন্দ্রিলা আছে, থাকবে। ১৬ নভেম্বর ওর হাত নড়ছে দেখে কাকুকে ডেকেছিলাম। আমার সবচেয়ে আবেগপ্রবণ জায়গা।’’ ওমি জানালেন অনেক ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে ঐন্দ্রিলাকে নিয়ে। তিনি বললেন,‘‘ ভুয়ো খবরে পরিবারের মানুষ বিচলিত হয়। ‘টিআরপি, পেজভিউ’ বাড়ানোর জন্য ভুল খবর প্রকাশ অন্যায়।’’