এ যেন উলট পুরান। শীতকালে শীত ‘নিখোঁজ’। ইউরোপের বিভিন্ন দেশ জুড়ে উষ্ণ শীতকাল। তাপ প্রবাহের কারণে আল্পসের হিমবাহের গলন সার্বিক বিশ্ব উষ্ণায়নেরই ইঙ্গিত, যার জেরে সারা বিশ্ব জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।