Sayani Ghosh

তৃণমূলে থেকেও ছবিতে সাহসী দৃশ্য করতে পারতাম, যদিও এখন তা চাই না: সায়নী

অভিনেতারা গায়ে হাওয়া লাগিয়ে টাকা কামাবার জন্য রাজনীতিতে আসে না।

প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: শুভদীপ ও ঋতুরাজ, সম্পাদনা: সুব্রত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ২১:১৯
Share:
Advertisement

মাথাটা এক্কেবারে পরিষ্কার তাঁর। জানেন, শুধু ছবি করেই জীবন চালানো যাবে না। বললেন, ‘‘বাঙালি অভিনেতারা অনেক কম টাকা পান।’’ তাই ছবি করবেন বেছে। গল্প নির্ভর। নতুন পরিচালক রিনোর সঙ্গে কাজ করেছেন রাজনীতিতে আসার আগে। ছবির নাম ‘সিটি অব জ্যাকেলস’।বললেন, ‘‘পুরনো পরিচালকরা এখন সৎ নয়। সিনেমার শ্যুটিং-এ ফ্লোরে থাকেন না।’’ তাই নতুন পরিচালকদের সঙ্গে কাজ করে ভাল লেগেছে। মনে করেন তাঁরা সৎ। ‘‘অধিকাংশের মত, অভিনেতারা রাজনীতিতে গায়ে হাওয়া লাগাতে আসে। এটা ভুল। আমি এরকম করিনি কোনও দিন।’’ছবির জগত পেরিয়ে, রাজনীতি তাঁর পাখির চোখ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছেন। সামনে পঞ্চায়ত নির্বাচন। তার পরেই ২০২৪ লোকসভা নির্বাচন। মহুয়া মৈত্র থেকে দিলীপ ঘোষ, কী বললেন তৃণমূলের যুব সভানেত্রী?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement