প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: শুভাশিস
রোহিণী ধর্মপাল তাঁর মা গৌরী ধর্মপাল প্রবর্তিত বৈদিক বিয়ে দিচ্ছেন ২০১৮ থেকে। গৌরী ধর্মপাল এই বৈদিক বিয়ের নামকরণ করেন, ‘পুরোনোতুন বৈদিক বিবাহ’। এই বিয়েতে অগ্নি থাকলেও বিয়ের জন্য ‘পুরুষ পুরোহিত’, ‘শুভ লগ্ন’, ‘শুভ দিন’, ‘সিঁদুর’, কিছুরই প্রয়োজন নেই- জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর এই জোর গলায় সোজা কথা বলাতেই ঘটেছে বিষম বিপত্তি। সামাজিক মাধ্যমে ঝড় বয়ে চলেছে। এসেছে মৃত্যু থেকে ধর্ষণের হুমকি! রোহিণী আনন্দবাজার অনলাইনকে বলেছেন, ‘‘প্রথম দিকে আমার ফেসবুকের দেওয়ালে উলঙ্গ পুরুষ, কুৎসিত যৌন ছবি দেখে অস্বস্তি হলেও এখন বুঝি এই সমালোচনার ঝড় বিয়ের পদ্ধতিকেই আরও বেশি করে ছড়িয়ে দিচ্ছে। আমি খুশি।” অসংখ্য মানুষ তাঁর পাশে। এই বৈদিক বিয়ে শুধুমাত্র শৌখিন উচ্চবিত্তের বিয়ে হয়েও থেকে যায়নি। সাধারণ মানুষ পরিবারের সঙ্গে লড়াই করে এই পদ্ধতিতে বিয়ে করতে চাইছেন, জানালেন রোহিণী।